একটা  দেশের অর্থনীতি
ঠিক একটা
ওভারহেড ট্যাঙ্ক এবং তার
পাম্পিং ষ্টেশনের মত
পাম্প যেমন মাটির তলা থেকে
জল টেনে
ওভারহেড ট্যাঙ্কে তোলে
তারপর ঐ জল সিস্টেম পাইপ দিয়ে
চলে যায়
ঘরে, বাইরে, দোকানে, বাজারে,
ঠিক তেমনি
অর্থনীতিতে
ট্যাক্স দপ্তর গুলো
পাম্পের কাজ করে ...
আম-জনতার কাছ থেকে
ট্যাক্স তোলে  ও
কোষাগারে জমা করে
তারপর বিভিন্ন প্রকল্পের মারফত
ঐ টাকা চলে যায়
জনতার দরবারে।


সরকারী কোষাগার হলো
ওভারহেড ট্যাঙ্কটার মতো ।
আর
সিস্টেমের পাইপ লাইন,  
ফিলটার, ভাল্ব, ট্যাপ …
এগুলো হলো
বিভিন্ন সরকারি দপ্তর,
জেলা পরিষদ,
পঞ্চায়েত সমিতি,
গ্রাম পঞ্চায়েত ।
আমার দেশের সব ব্যবস্থাই মহান
এখানে ট্যাঙ্কে
জল আসা-যাওয়ার পাইপ লাইনে
অসংখ্য ছিদ্র,
ট্যাপ ভাঙ্গা ।
প্রতিদিন গ্যালন গ্যালন জল
ড্রেন দিয়ে বয়ে যায়
জমা হয়
পাশের কোন গর্ত্তে
বা পুকুরে ।


এই দেশের অর্থনীতিরও একই হাল
সিস্টেমে হাজার ছিদ্র
ট্যাক্সের টাকা লিক হয়ে
ড্রেন দিয়ে চলে যায়
গর্ত্তে, পুকুরে বা ঝিলে
এই লিক হওয়া টাকার নামই
ব্ল্যাকমানি বা কালো টাকা,
হাওলা, কমিশন, ঘুষ হলো ড্রেন,
আর গর্ত্ত, পুকুর বা ঝিলগুলো  হলো
ডাচ, আমেরিকান বা সুইস ব্যাঙ্ক ।