তোমাদের ধারনা …
নারী শুধু ভোগের সামগ্রী,
ওরা শুধু রাঁধবে
আর কাঁদবে,
নিশিদিন তোমাদের মন যোগাবে
তোমাদের গালাগালি খাবে,
কিল খেয়ে কিল হজম করবে,
তোমাদর কামনায়
রোজ দলা-মোচড়া হয়ে
বছরে একটা করে বিওবে ।


না ... তোমাদের ধারনা ভূল ।
স্তনের উপর
পূরুষকে চাপানোর জন্য
নারীর জন্ম হয়নি,
পূরুষের মতোই নারী
ঈশ্বরের অর্ধাংশ
পুরুষের শক্তি ... আদমের ইভ
পূরুষের যতখানি অধিকার
নারীরও ঠিক ততখানি …
একেবারে সমান সমান ।


তোমরা নারীকে অক্ষম
করে রেখেছ
তার অর্থনৈতিক স্বাধীনতা
কেড়ে নিয়ে
একটা নারী যখনই ঊপার্জ্জন
করতে সক্ষম হবে
যখন পুরুষের কাছে আর তাকে
হাত পাততে হবে না,
তখনই সে পাবে পূর্ণ অধিকার ...
তার পূর্ণ স্বাধীনতা ।