স্বামী-স্ত্রী
একটা গাল ভরা নাম,
দুজন আসলে রেল লাইনের দুই পাটি
এক সাথে চলে
এক সুরে বলে
অথচ দুজনের মধ্যে
মস্ত ব্যবধান ।


কেউ কেউ বলে
স্বামী-স্ত্রী … দুটি ভিন্ন লিঙ্গ,
ভিন্ন পরিবার থেকে আসা মানুষ
ব্যবধান থাকতেই পারে
এটাই তো স্বাভাবিক,
এক মন এক প্রাণ হতেই হবে
এমন তো নয় !


কিন্তু বন্ধু !
সন্তান যদি স্লিপারের মতো
দুই রেলকে
আটকে না রাখত
কত স্ত্রী যে স্বামীকে ছেড়ে
ছিটকে বেড়িয়ে যেত …
তার হিসেব করেছ কি ?


এই পৃথিবীতে
কোটি কোটি দম্পতি আছে
এক ছাদের তলায় জীবন কাটাচ্ছে
অথচ একজন আরেকজনকে
ভালোবাসা না,
খোঁজ নিলে দেখা যাবে
অনেকেই একদিন প্রেমিক-প্রেমিকা ছিল ।