জীবনের রঙ্গমঞ্চে অনেকেই
যথার্থ জায়গা পায়না...
কল্পনার প্রাসাদও অনেকেরই
তাসের ঘরের মতো ভেঙ্গে যায়,
জীবন সাথীর প্রেম প্রকৃত হয় না,
মুখোস খুলে যায় ।
তাই বলে অবসাদ ?
অবসাদ তো সেঁকো বিষের মতো,
মৃত্যুর দিকে ঠেলে দিতে চায় ।
যদি হাসিমুখে বাঁচতে চাও,
জীবনের সকল বাধাকে উপেক্ষা করো ।
পরিণতির দিকে চাও,
তুমি যেমন ... ঠিক তেমনি ভাবে
নিজেকে প্রকাশ করো ।
দেখবে অবসাদ কেটে গেছে ।
অসহায়ের মতো চোখের জল ফেললে
লোকে ভাববে তুমি দূর্বল,
সবাই তোমার দূর্বলতার সূযোগ নেবে,
তোমার জীবনটাকে করে তুলবে দুর্বিসহ
আপন, পর সবাই .....
তোমাকে দাগা দেবে ।