তোমরা কি কেউ শান্তি দেখেছ
এই পৃথিবীর মাঝে,
কর্ম ব্যস্ত জীবন যুদ্ধে
দিন প্রতিদিন কাজে ?


আমি যে দেখেছি মায়ের গর্ভে
দেখেছি বীজের ঝুড়িতে,
তিরঙ্গা জড়ানো লাশে দেখেছি
দেখেছি ফুলের কুঁড়িতে ।


শান্তি দেখেছি লাঙ্গলের ফালে
শষ্য শ্যমলা মাঠে,
দেখেছি যোগীর কপাল ভাতিতে
দেখেছি ভোজের পাতে ।


দেখেছি তাকে গুহার আঁধারে
দেখেছি ঝরনা ধারে,
শীতল বাতাসে স্পর্শ পেয়েছি
দেখেছি পদ্মা পাড়ে ।


শান্তি দেখেছি শ্বেত পতাকায়
কবর, শশ্মান ...বনে,
দেখেছি তাকে ফুল ফোটাতে
আমারই গৃহের কোণে ।