সিভিল সার্ভিস পরীক্ষার ফল বেরিয়েছে
অনেকদিন আগেই
সিলেক্সন হয়েছে এগারশ বাইশ জন,
বাঙালীর সংখ্যা দশের নীচে,
চ্যাটার্জ্জী, ব্যানার্জ্জী বা মুখার্জ্জীদের
কোন হদিশ নেই
প্রথম একশোতে একজন বাঙালী
এক বাঙালী ললনা
ছিষট্টি নম্বরে,
জানিনা ঐ কৃতি মেয়ে
পশ্চিম বাংলার …
নাকি অন্য রাজ্যের !


বুদ্ধিজীবিরা বলে থাকেন
বাঙালীর মেধা এক নম্বর,
বাঙালীই ভারতের শ্রেষ্ঠ জাতি ।
হয়ত এককালে ছিলো,
রবীন্দ্রনাথ, সুভাষ বোস, অরিবন্দ ঘোষ
এক একটা তারকা
কিন্তু সেদিন আর নেই
এখন আবার নতুন করে
মূল্যায়ন করা দরকার
নীচে নামতে নামতে বাঙালী
কোথায় এসে ঠেকেছে
সেটা সকলের জানা প্রয়োজন ।


সবাই জানে
ভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষা
মেধাবী ছাত্রছাত্রীদের জন্য
তারই ফলাফল
সদর্পে আঙুল তুলে বলছে
বাঙালী মেধাবী হতে পারে
কিন্তু  প্রতিযোগীতায় দাঁড়াতে পারে না।
অনেকেই ভুরু কুঁচকে বলছে
বাঙলার আধুনিক  কমিউনিস্টরা
চৌঁত্রিশ বছর ধরে
যে গাছ লাগিয়ে গেছে
এই ফল সেই গাছের নয় তো ?