লজ্জা মানে ...
কুঁকড়ে যাওয়া শরীর,
নোয়ানো মাথা,
মাটির পানে দৃষ্টি
অবশ হয়ে যাওয়া পা
কুন্ঠা ভরা মন,
দুহাতে শরীর ঢাকার মিথ্যা প্রয়াস
আর রাঙা হয়ে ওঠা মুখমন্ডল ।


লজ্জা মানুষের
এক অতি উৎকৃষ্ট অনুভূতি
লজ্জা অপরাধ-বোধ
অনৈতিকতা বা ভয়জাত নয়
চেতন মনের নির্বুদ্ধিতা থেকে
লজ্জা উদ্ভূত...
অবমাননার যন্ত্রনাদায়ক এক অনুভূতি ।


লজ্জা মানুষের
একটা বিনাশকারী অনুভূতিও,
অপরিপূর্ণতা ও প্রত্যাখানের গর্ভে
লজ্জা জন্ম নেয় ।
লজ্জা ব্যক্তির উচ্চাকাঙ্খা ও
উপলব্ধিকে নষ্ট করে,
পারিবারিক সম্পর্কের গতিকে
আটকে দেয় ।


লজ্জা ক্ষতিকারক অনুভূতিগুলিকে
দূরে সরিয়ে রাখে
গঠনমূলক অনুভূতিগলিকে নিয়ন্ত্রন করে
সঠিকভাবে,
লজ্জা শক্তি যোগায়
যত্নবান অনুভূতিগলির গোড়ায়,
লজ্জা না থাকলে হয়ত
জীবনটাই অপূর্ণ থেকে যেত ।