জন্ম, আহার, ঘুম, ভালোবাসা আর মৃত্যু
মানুষের জীবনে
এই পাঁচটি জিনিষ অপরিহার্য্য ।
ঘুম এমন একটা জিনিষ
যা স্বাস্থ্য ও শরীরকে শিকলের মতো
শক্ত বাঁধনে বেঁধে রাখে,
ক্লান্তি দূর করে,
শরীরকে রাখে তরতাজা ।
মনে হয়
ঘুম মৃত্যুর ছোট ভাই,
মানুষের জীবনে প্রতিদিন কিছুক্ষনের জন্য আসে
মৃত্যুর দূত হয়ে
প্রতি রাতে মানুষ ঘুমাতে যায় এবং মরে
পরদিন সকালে জাগে,
মানে নতুন করে বেঁচে উঠে,
যেন নয়া ভোর - নয়া জীবন ।
ঘুম পৃথিবীর সুন্দরতম জিনিষ
কেননা ঘুমই মানুষকে স্বপ্ন দেখায়,
ঘুমের মাঝেই মানুষ স্বপ্নলোকে বিচরন করে,
তাই ছোট-বড় সবার ঘুমের প্রয়োজন
স্বপ্ন ছাড়া ঘুম অনেকটা
স্রোতহীন নদীর মতো ।


ঘুম অনেকটা তপস্যার মতোও
যে সমস্যা রাতে জটিল হয়ে উঠে
প্রাতে তার জট অনায়াসেই খুলে যায়
দিনের কায়িক ও মানসিক পরিশ্রমই
রাতের সুনিদ্রার মূল রহস্য ।
একটি নয়, ঘুম হাজার সমস্যার সমাধান করে ।
পৃথিবীতে দু-ধরনের মানুষ আছে
কেউ দিতে ভালবাসে,  কেউ নিতে
গ্রহীতারা ভালো খায়
দাতারা ভালো ঘুমায়
কিছু লোক ঘুমিয়েই সময় কাটায়
অবশ্য তাদের ভবিষ্যতও ঘুমিয়ে থাকে ।
মানুষের জীবনে ঘুমের প্রভাব অনেকখানি
আবার ঘুমের উপরও মানুষের জীবনের প্রভাব প্রচুর,
আগে যারা ঘুম, ঘরের খাবার, হাসি-ঠাট্টা, আনন্দ
পরিত্যাগ করত
তাদের সাধু বা সন্ত বলা হতো,
এখন ঐ কাজগুলো করে
আই টি ইন্ডাস্ট্রির ছেলেমেয়েরা ।