তুমি সুন্দর
যদি নিজেকে ভালবাসো
তোমার বন্ধুত্ব সুন্দর
যদি তুমি বুঝতে ও বোঝাতে পারো
তোমার প্রশ্ন যদি সুন্দর হয়
উত্তরটা আরও বেশি সুন্দর পাবে ।
তোমার চোখ সুন্দর, যদি সে
অন্যের মধ্যে ভালো গুন খুঁজে বেড়াই
তোমার ঠোঁট সুন্দর যদি তা
দয়া ও ক্ষমার কথা বলে ।


সৌন্দর্য্য চোখে দেখা যায় না
স্পর্শও করা যায় না
মনকে অভিভূত করে
চোখে তার প্রতিফলন ঘটে ।
স্রষ্টার সুন্দরতম সৃষ্টি হলো
প্রকৃতি, শিশু, নারী ও ফুল
শিশুরা সুন্দর
কোন সন্দেহ নেই,
কিন্তু মাতৃক্রোড়ে শিশু
আরও বেশি সুন্দর হয়ে উঠে ।


নারীর সৌন্দর্য্য অতুলনীয়
কিন্তু যে নারী দৃষ্টি আকর্ষনকারী,
উদার এবং আত্মবিশ্বাসী
সে প্রকৃতই সুন্দরী
পুরুষের কাম্য ।
সমস্ত ফুলই সুন্দর
কিন্তু যে ফুল দর্শনধারী ও
সুগন্ধযুক্ত
তা নামী হোক বা অনামী হোক
তার তুলনা নেই ।


অঙ্ক আবিস্কার
মানুষের সুন্দরতম সৃষ্টি
এটা খুব শক্তিশালী সৃষ্টিও বটে
কারন ঈশ্বরও অঙ্কের সাহায্যেই
পৃথিবী সৃষ্টি করেছিলেন ।
মানুষ তাকে সাজিয়ে গুছিয়ে
আরও সুন্দর করে তুলেছে
এই পৃথিবী আরও সুন্দর হয়ে উঠতে পারে
যদি তিনজন সক্রিয় ভূমিকা গ্রহন করে
মা, বাবা ও শিক্ষক ।