আমি কখনো রাগ করি না
কারণ রাগ আগুনের মতোই দহনকারী
প্রজ্বলিত হলে রেহাই নেই
জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দেয়,
ভালো মন্দ বিচার করে না ।
আমি কখনো রাগ করি না
কারন রাগ অ্যাসিডের মতো
ধারককেই কুঁড়ে কুঁড়ে খায়,
যার উপর বর্ষে তার ক্ষতি কম করে ।
আমি কখনো রাগ করি না
কারণ রাগ একটি নির্বোধ অনুভূতি,
শত্রুর ছুরির মতোই প্রাণ নেয়,
কখনও বা নির্দ্বিধায় ব্যক্তির অধঃপতন ঘটায় ।
কেউ রেগে কথা বললে উত্তর করি না
কারণ কথায় কথা বাড়ে,
পরিস্হিতি জটিল হয় ।
তার রাগকে আমলই দি-ই না,
কারন তার বেলাগাম রাগ  
আমার সুপ্ত রাগকে জাগিয়ে তুলতে পারে ।
রাগ মানুষকে অন্ধ করে দেয়
একজন কুস্তগীর শারীরিকভাবে শক্তিশালী
কিন্তু তার মতো অতটা নয়
যে নিজের রাগকে নিয়ন্ত্রন করতে সক্ষম ।
রাগ ফলবতী হতে পারে
যদি তার মুখ সমস্যার দিকে ঘোরানো যায়
ব্যক্তির দিকে নয়,
ক্ষমতার ভান্ডার যদি সম্পূর্ণটা
উত্তর খোঁজার কাজে লাগে
কৈফিয়ৎ, ত্রুটি বা ওজর দেখাতে নয় ।
রাগ ভালো ... যদি সঠিক ব্যক্তির উপর
সঠিক মাত্রায়, সঠিক সময়ে
সঠিক ভাবে প্রয়োগ করা যায়
কিন্তু তা অত সহজ কাজ নয় ।