তুমি প্রাঞ্জল মিছিলে মিটিং-এ
মঞ্চ, সভা ও ঝান্ডায়,
দেওয়ালে, মাইকে, ব্যনার, হোর্ডিং-এ
দেশি বিদেশি চান্দা'য়।
তুমি ভারতীয় আচারে বিচারে
জনমে, মরনে, বিবাহে,
মরমে তোমার চীন ও রাশিয়া
কিউবা তোমার নিগাহে।


আমি প্রাঞ্জল মনিটর স্ক্রীনে
কী-বোর্ড, মাউস, ফাইলে,
রাশিয়া, চীনের জড় কাটি সুখে
গাউটি চাষার স্টাইলে।
নাচিয়া বেড়াই নেট ও সাইটে
সফট্ ওয়্যারের গভীরে,
অটোক্যাড আর ট্রাইবনে খেলি
ক্রায়োজনিকের শরীরে।


তুমি আমি দেখ কত কাছাকাছি
তবু দূর বহু দূরে ....,
আমি গাই গান ঠেট ভাটিয়ালি
তুমি বিদেশিয়া সুরে।
আমি গেঁয়ো ভূত এ দেশেরই পুত
বাজায় স্বদেশী তাল
তুমি তরমুজ উপরে সবুজ
ভিতরে টুকটুকে লাল ।