মাঝে মাঝে ভাবি ....
কি আবোল তাবোল লিখছি আমি !
এ লেখায় কোন স্বপ্ন নেই,
আকাশ-কুসুম কল্পনা নেই,
কাগজে মহাসমুদ্র সৃষ্টি করতে পারি না,
চায়ের কাপে তুফান তুলতে পারি না,
মানুষকে মুখরোচক ডায়লগ
দিতে পারি না,
পারি না রূপক ও যৌগ শব্দের
ফুলঝুরি ছোটাতে ।
কে পড়বে
আমার অনুভূতির কথা !


আমি জানি
মানুষ কি শুনতে চায়
সত্য বলো শুনবে
অপ্রিয় বলো শুনবে
কিন্তু অপ্রিয় সত্য শুনবে না
বড় তেঁতো ।
তেড়ে আসবে গলাবাজী করতে
তবু আমি লিখি
ভবিষ্যতেও লিখব
কবিতা নয়
আমার অনুভূতির কথা
বাস্তবের মাটিতে দাঁড়ানো জীবনের কথা ।