গ্রামের বাড়ী গিয়েছিলাম
মায়ের কাছে
দেখলাম একটা ছোট্ট মিছিল
কোন রাজনৈতিক দলের ফ্ল্যাগ, ফেস্টুন ছাড়াই,
মজা করে জিজ্ঞাসা করলাম
কোন দলের মিছিল গো দাদা ?
... এটা তৃনমূলের মিছিল !
... না গো দাদা
মনে হচ্ছে সি পি এমের মিছিল
... না, না । এটা তৃনমূলের মিছিল !


... তা কি করে হয় ?
ঐতো কালো পেট মোটা লোকটা
একজন কমরেড,
লুঙ্গী পরা লোকটাকেও পার্টি অফিসে দেখতাম,
লম্বা ফর্সা লোকটাও তো
সি পি এমেরই
এখানকার বারো আনা লোকই তো
লাল পার্টির !
তাহলে তৃনমূলের মিছিল হলো কি করে ?
... ওরা এখন সবাই তৃনমূল ।


এক কালে ওরা কংগ্রেস ছিল
বাম জমানায় ওরা জামা পাল্টেছিল
সবুজ ছেড়ে লালে এসেছিল ।
ওরা আবার জামা পাল্টেছে
পরের বার বিজেপি জিতলে
কমলে আশ্রয় নেবে,
আসলে ওরা সুবিধাবাদী
নেংটি ইঁদুরের জাত,
যেখানে দানা দেখে
সেখানেই লাফিয়ে পড়ে ।