বাক যুদ্ধ, মল্ল যুদ্ধ, গেরিলা যুদ্ধ
ট্যান্ক্, মর্টার্, শরনার্থী
দেখেছি সবই,
শুনেছি বাষট্টি আর পঁয়ষট্টির করুন কাহিনী
হৃদয়ে গাঁথা আছে একাত্তরের ছবিও ।
কারগিলের যুদ্ধ দেখলাম
দুদিন আগে
এখন চলছে প্রক্সি যুদ্ধ
চুপিসারে,
সেই যে আদিম কালে যুদ্ধ শুরু হয়েছিল
আজও চলছে তা সমানতালে
নতুন কলেবরে ।


নিউক্লিয়ার অ্যাটাক, বয়োলজিক্যাল অ্যাটাক
কেমিক্যাল অ্যাটাক
কত অ্যাটাক আরো,
একটাই লক্ষ্য … সম্পদ দখল
মানুষ মারো
উজাড় করো ।
তৈরী করো আনকোরা নতুন
ভাইরাস, ব্যাক্টেরিয়া
ছেড়ে দাও কৌশলে
জলে, স্হলে, আশমানে,
ভেঙে দাও মানুষের আস্থা, মনোবল
শবের মিছিল চলুক কবরে শ্মশানে ।


প্রক্সি যুদ্ধ
যুদ্ধের নয়া রূপ
আছে হিংসা, তান্ডব, ভয়
আছে ছল
আছে বল
আছে নানা কৌশল
এ যুদ্ধ মানুষকে অকেজো করার যুদ্ধ
পঙ্গু করার যুদ্ধ
ভেঙ্গে দেওয়ার যুদ্ধ
ধ্বংসের যুদ্ধ নয়
এ যুদ্ধ আতঙ্কিত করার যুদ্ধ
নিঃস্ব করার কল ।