আমি ইতিহাসের ছাত্র নই
কিন্তু ইতিহাস পড়তে ভালোবাসি
আমি বিবর্তনের ইতিহাস পড়ি
পৃথিবীর রাজনৈতিক ইতিহাস পড়ি
অর্থনৈতিক ইতিহাস আমার খুবই প্রিয়
সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস তারও চেয়ে বেশি।
সব ইতিহাস গুলো একই পথে ধায়
শক্তি, সত্তা আর ক্ষমতার লড়াই ।


কেউ বলে আকবর খুব ভালো বাদশা ছিলেন,
ঔরঙ্গজেব সবচেয়ে বাজে
আমি বলি ভূল কথা
ধোপে টেকে না যে ।
রাজপুত ছিল তখনকার শক্তিশালী জাতি
আকবর তাই তাদের সাথে দোস্তি করেছিল,
রাজপুত মেয়েকে বিয়ে করে তাদের নিষ্কৃয় করেছিল
মসনদ শক্ত করতে ।


ঔরঙ্গজেব নিয়েছিল ভিন্ন নীতি
হিন্দু মুসলমানকে লড়িয়ে দিয়েছিল নিজেদের মধ্যে
ডিভাইড এন্ড রুল ।
দুজনেরই উদ্দেশয ছিল এক ।
মসনদ কায়েম রাখা ।
ইংরাজ শাসনেরও বুনিয়াদ ছিল
ডিভাইড এন্ড রুল ।
মদ আর সিগারেট খাওয়াও শিখিয়েছিল ইংরাজ ।


ইংরাজ কোলকাতায় খুলেছিল ভারতের প্রথম পানশালা ।
বোর্ড লাগিয়েছিল মাগনা খাও, ফুর্তি করো।
প্রথমে লোকে ভয় পেত
এক বছরের মধ্যে লম্বা লাইন লেগেছিল
ক্লাইভ ভাইসরয়কে লিখেছিল
বাঙালীর মেরুদন্ডে একটা ফুটো করতে পেরেছি ।
একটা নয়, ধীরে ধীরে অনেক ফুটো করেছিল ইংরাজ ।
এখন ফুটো করছে দেশীয় নেতা - কালো ইংরাজ ।