যার ক্ষমতা আছে সেই চুরি করে
যার সুযোগ নেই সে সৎ,
নেতা ও আমলা টাকা চুরি করে
শ্রম চুরিই শ্রমিকের পথ।
কেরানী সরকারের সময় চুরি করে
ডাক্তার টেস্টের কমিশন খায়,
শিক্ষক ছাত্রদের টিউশনে ডাকে
ভাই ভাইকে ফাঁকি দেয়।
কেউ চুরি করে ট্যাক্সের টাকা
কেউ পরিবারের রক্ত চুষে,
কেউ গরীবকে চুষে মহল বানায়
চুপিসারে কেউ সমুদ্র শুঁষে।
সমাজের পরতে পরতে চুরি
প্রত্যেক ভাঁজে ভাঁজে বেইমান,
ঘুষ নেওয়ার থেকে দেওয়ার লোক বেশি
তোলা থাকে মান সম্মান।
কমবেশি সবাই চোর বা ডাকাত
অথচ সবার আঙুল অন্যের প্রতি,
আজও বুঝলাম না কে ভ্রষ্ট নয়
ভ্রষ্টাচারের পরিভাষাই বা কি?