আমার বাড়ীতে এক জোড়া টিয়াপাখি ছিল ।
হঠাৎ একদিন স্বপ্ন দেখলাম  
ভোরবেলা
ঋষি অরবিন্দ ঢুকলেন আমার বাড়ীতে,
ঢুকতেই দেখলেন খাঁচায় বন্ধ পাখি দুটোকে ।
থমকে দাঁড়িয়ে  বললেন ...
বনের পাখীকে খাঁচায় বন্দী করে রেখেছিস?
উড়িয়ে দে । উড়িয়ে দে এক্ষুনি ...
ঘুম ভেঙে গিয়েছিল ।
উড়িয়ে দিয়েছিলাম পাখী দুটোকে ।


বহুকাল পর আবার একবার
ঐ রকম স্বপ্ন দেখলাম
সাঁইবাবা রাস্তার ধারে দাঁড়িয়ে কাঁদছে ।
বলছে - আমাকে রক্ষা কর্
যখন বেঁচে ছিলাম
পেটে খিদে ছিল
তখন খেতে দেয়নি কেউ
আজ ওরা আমাকে দুধে স্নান করাচ্ছে
মাথায় সোনার মুকুট চড়াচ্ছে
ঈশ্বর বানিয়ে দিয়েছে আমাকে
নিজেদের স্বার্থে ।
আমি মানুষ, ঈশ্বর নই  
আমাকে বাঁচা, মুক্ত কর ।
ঘুম ভেঙে গেল ।


সাঁইবাবা তো আমার টিয়াপাখি নয়
যে মুক্ত করব,
সে তো সোনার ডিম দেওয়া হাঁস ।
মুক্তির কথা বললে
ওরা আমাকেই গুম করে দেবে ।