আমার ঠাকুমা বলতেন
বাংলার কাঁকড়ার একটা বিশেষত্ব আছে
বেশ কিছু কাঁকড়া একত্রে কোন পাত্রে রাখলে
তারা পালাতে পারে না
একটা কাঁকড়া গা বেয়ে খানিক দুর উঠলেই
নীচে থেকে আর একটা কাঁকড়া
তার পা ধরে টান মারে
উপরের কাঁকড়াটা ধপ করে নীচে পড়ে যায়
ফলে পাত্রের মুখ খোলা থাকলেও
কোন কাঁকড়াই বাইরে বের হতে পারে না ।

ছোটবেলায় ঠাকুমার কথাই ছিল অমৃত সমান
যাচাই করে কোনদিন দেখি নি
পরবর্ত্তীকালে দেখেছি শুধু বাংলার কাঁকড়াই নয়
বাংলার মানুষের চরিত্রও একই রকম
একজনকে উপরে উঠতে দেখলেই
আর একজন তার পা ধরে টান মারে ।