মাস্টারমশাই
ভালো আছেন তো ?
একটা জিজ্ঞাসা আছে আপনার কাছে,
বন্য প্রানী সংরক্ষন আইনে
একবার সার্কাসের কয়েকটা বাঘকে
জঙ্গলে ছাড়া হয়েছিল
জানেন কি ?
সপ্তাহ পার হয়নি
শিয়াল হায়নাতে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছিল বাঘগুলোকে
একটা একটা করে ।
কারন বাঘগুলো
শিকার করতে জানত না,
শেখেইনি কোনদিন
খাঁচাতেই জন্ম, খাঁচাতেই বাসা ।
আপনার ছাত্রছাত্রীরাও কেন
সার্কাসের বাঘের মতই
পড়ে পড়ে মার খাচ্ছে,
তাদেরও কি শিকার করা শেখান নি ?
ওরা যে সকলে শিকার করতে গিয়ে
নিজেরাই  শিয়াল কুকুরের শিকার হয়ে যাচ্ছে !