শান্তি নাই গো দিদি
মোটেও শান্তি নাই,
আঁধার থাকতে উঠি দিদি
দশটায় শুতে পাই।
শোয়ার জ্বালাও
মস্ত বড় জ্বালা,
ঘুমটা আসাও
ভীষণ রকম ঠ্যালা।
কাইত হইলে
পোলায় টানে মাই,
ঘুইরা শুইলে
মরদ চুমা খাই।
চিৎ হইলে
বুকের পরে চড়ে,
আদর কইরা
মোরে বিবশ করে।
এ কথা কি
কাউরে বলা যায়!
মনটা আমার
কুঁইড়্যা কুঁইড়্যা খায়।


শান্তি নাই ... গো ... দিদি
শান্তি নাই ...