স্রষ্ঠার অপূর্ব সৃষ্টি নারী
তাঁর কলার অপূর্ব নিদর্শন
নারীর মুখমন্ডলে
তার নাকে, চোখে, কানে, ঠোঁটে
কপালে, গালে, চুলে....
এক এক মুখের এক এক গঠন
ভিন্ন ভাব, ভিন্ন শৈলী
সব মুখেই অদ্ভূত এক নিজস্বতা
কারো সাথে কারো মিল নেই
শুধু চোখ মুখেই নয়
অন্তরের ভাব প্রকাশের বেলাতেও
মুখমন্ডলেই প্রতিফলিত হয় দোষ গুন
যার হৃদয় বড় মাপের
তার চোখে মুখে খুশির ঝলক উঠে
কমনীয় মুখের লালিত্য
চোখের পলক পড়তে দেয় না
শিল্পী মুখ মনের গোড়ায় নাড়া দেয়
দুঃখি মুখ নেতিয়ে পড়া গোলাপের মতো
ঊজ্জ্বল ঝকঝকে মুখ
হৃদয়কে বশীভূত করে
আধ্যাত্মিকতায় ভরা মুখ
আত্মাকে পরমাত্মার দিকে নিয়ে যায়
এজন্যই নারী ঈশ্বরের শ্রেষ্ঠ সৃষ্টি
আর সব সৃষ্টি থেকে ভিন্ন।