ষোল ডিসেম্বর পাকিস্তানের কালা দিবস
১৯৭১-এর এই দিনে পাকিস্তান
আত্মসমর্পন করেছিল ভারতের কাছে।
মানেক শা ছিঁড়ে নিয়েছিল নিয়াজীর ব্যাজ।
পৃথিবীর ইতিহাসে তের দিনের এই ক্ষুদ্রতম যুদ্ধ
কায়েম করেছিল বাংলাদেশেরর স্বাধীনতা।


আজ ১৬ ডিসেম্বর আর একটা কালা দিবস
তালিবানের গুলিতে ১৩২টি শিশুর মৃত্য হলো
পাকসেনার আঘাতের প্রত্যাঘাত এটা
দীর্ঘদিন আগে পাকিস্তান যে বীজ পুঁতেছিল
তার চারা আজ মহীরুহ, ফল দিচ্ছে
এ গাছ উপড়ে ফেলা কি অতই সহজ?