আমার সারাক্ষণের সঙ্গী বাপের বাড়ী গেল
আমি মুক্ত বিহঙ্গ, কিন্তু বড় অসহায়
সারা ঘরটা যেন ধরে খেতে আসছে
বুকের মধ্যে কেমন যেন ভয় ভয়।
যখন ছিল...  তখন কথা বলিনি
এখন নেই, তাকে ফোনে ধরছি
বুকের মধ্যেটা কোথায় যেন খালি!
শুধু তারই অভাব বোধ করছি।
এই প্রথম, এই শেষ
আর একা থাকছি না
প্রয়োজনে আমিও সঙ্গে যাবো
তাকে আর ছাড়ছি না।


অথচ আমি জানি
এই পৃথিবীতে আমরা সবাই একা
একা এসেছি, একাই যাবো
তবু ক'টা দিন একা থাকতে পারছি না।
কেন এই উচাটন ?