বাংলার মানুষ রাজনীতি ভালোবাসে,
ভাতের হাঁড়ি থেকে শুরু করে
দিল্লীর মসনদ অধিকার পর্যন্ত
সব জায়গায় রাজনীতি করে।
মিছিল, মিটিং, তর্ক, বচসা
এসব ছাড়া থাকতে পারে না,
মন থেকেই সর্বদা লড়াই চায়,
লড়াই করে বাঁচতে চায়,
ঘর, সংসার, ভবিষ্যৎ ... জলাঞ্জলী দেয়।
খোকা, তুমি ওদের তালে তাল দেবে না।


ওরা লড়ছে লড়ুক
তুমি এগিয়ে চলো
তোমায় অনেক দূর যেতে হবে।


ইংরেজ বাঙালীকে হাড়ে হাড়ে চিনেছিল
তাই কোনদিন পেট ভরে খেতে দেয় নি
জানত, পেট ভরা থাকলেই বাঙালী রাজনীতি করবে
তার চেয়ে বরং ভাতের সন্ধানে সারাক্ষণ ঘুরুক
স্বাধীন ভারতে পাশা উল্টে গেছে
রাজনীতির অবাধ অধিকার
বাঙালীর রাজনীতি পৌঁছে গেছে ভাতের হাঁড়ি পর্যন্ত
ভায়ে ভায়ে লড়াই, বাপ ছেলের লড়াই
লড়াই নিত্য নৈমিত্তিক
তুমি ওদের তালে তাল দেবে না।


ওরা লড়ছে লড়ুক
তুমি এগিয়ে চলো।
তোমায় অনেক দূর যেতে হবে।