একটা কবিতা ছোট বা বড় হতে পারে,
কাউকে আনন্দ বা আঘাত দিতে পারে,
অনেক সময় ঘৃণা বা রাগেরও কারন হয়,
আবার কখনও মনকে ছুঁয়েও যায়।
কে বলে, কবিতা কথা বলতে পারে না?
কবিতা বলে, বলায় ... ভাবাতেও ছাড়ে না।
অনেক বেশি লিখলেই সে কি কবি হয়?
যে অল্প শব্দে কবিতা লেখে সে কি কবি নয়?
যার কবিতা ছবি দেখায়, পায়ে পায়ে চলে,
হোক না সে কবিতা ছোট, তাকেই কবি বলে।
কবি হলেই লিখে যেতে হবে, এমন তো নয়!
লেখায় বিরতি আসা কখনও কি অপরাধ হয়?
সুখ দুঃখ মানুষের নিত্য, আসে আর যায়,
লেখা তো তখনই আসে মন দিলে সায়।
সুখের কবিতায় খুশি থাকে, মন ভরে বটে
দুঃখীর কবিতা কাঁদায়, ভাবায়, মনে দাগ কাটে।