ঐ যে মহিলা যাচ্ছে, সোনার প্রতিমার মত
বাচ্চা মেয়েটার হাত ধরে
ওর নাম জবা, খুব ভালো মেয়ে
খুব বেশি মেশামেশি নেই, কিন্তু চিনি
ওর স্বামী ওকে ছেড়ে দিয়েছে
ভালোবেসে বিয়ে করেছিল
পালিয়ে গিয়ে, বাবা মা'র অমতে
বেকার ছেলে, নিজেও বেকার
ছ'মাসের মধ্যে ভালোবাসা পালিয়ে গিয়েছিল
জানলা দিয়ে, ফুড়ুৎ করে
শুরু হয়েছিল মদ খেয়ে বৌ পেটানো
অমানুষিক অত্যাচার
বাধ্য হয়ে চলে এসেছিল মায়ের কাছে
বিচার, সালিশ, আদালত তারপর ছাড়াছাড়ি।


জবা আবার একটি ছেলেকে ভালোবেসেছে
অবিবাহিত, ভদ্র, নম্র ও সকার
আগামী মাসে বিয়ে
ছেলেটি বাচ্চা সমেতই বিয়ে করবে
এবার পালিয়ে গিয়ে নয়
সামাজিক মতে বিয়ে হবে
উলু দিয়ে, ব্যান্ড বাজিয়ে, লোক খাইয়ে
যে ভালোবাসা পালিয়ে গিয়েছিল
আবার ফিরে এসেছে
বাসা বেঁধেছে জবার হৃদয়ে।
জবা আবার ভালোবাসার মানুষ পাবে
ফুলের মত আবার প্রস্ফুটিত হবে
কিন্তু বাচ্চা মেয়েটা তার নতুন বাবাকে
মেনে নিতে পারবে কি?