এক নবীন কবি ফেবু খুলেছিল
জাকির তালুকদারের কবিতা পড়ছিল।


"কেউ বা পোড়ায় অফিস-বাড়ী
কেউ বা গাড়ী ভাঙে,
বোকা পাবলিক বগল বাজায়
বৌ নিয়ে যায় নাঙে।"


কবি 'নাঙ' শব্দের অর্থ বুঝল না
অভিধানেও এর অর্থ পেল না।


গেল এক প্রবীন কবির কাছে
বলল, একটা জিঞ্জাসা আছে।


তুমি 'নাঙ' শব্দের অর্থ জান কি?
আজই একটা কবিতায় পড়েছি।


প্রবীন বলল.... নবীন শুনল,


"যে নদী .. এপাড় ভাঙে ওপাড় গড়ে
                       তাহারে কয় গাঙ,
যে পুরুষ .. পরের বৌকে গমন করে
                       তাহারে কয় নাঙ।