'কৃষ্ণ' শব্দের অর্থ আকর্ষণকারী
'রাধা' মানে...যে আকর্ষিত হয়
অর্থাৎ... সব ছেলেই কৃষ্ণ
সব মেয়েই রাধা,
যেন সূর্য আর পৃথিবী...
একটা আকর্ষনে বাঁধা।
চৈতন্যদেব তো পুরুষ ছিলেন
কিন্তু কৃষ্ণের আকর্ষণে ছুটেছিলেন
তাইতো তাঁর রাধা ভাব, তিনিও রাধা
'হা কৃষ্ণ' 'হা কৃষ্ণ' বলে কৃষ্ণ সাধা।