কেউ কি বলতে পারো?
যদি দিনের বেলা... পাঁচ সেকেন্ডের জন্য
গোটা পৃথিবী থেকে অক্সিজেন উধাও হয়ে যায়
তাহলে কি হতে পারে?
অনেকেই বলবে....  কিছুই না।
এক মিনিট পর্যন্ত নিঃশ্বাস না নিয়েও থাকা যায়।
তা হয়তো যায়।
কিন্তু ঘটবে অনেক কিছুই।
যা অনেকেরই চিন্তার বাইরে....
কল্পনারও অতীত।


পৃথিবীর সব জল উবে যাবে। সমুদ্র শুকিয়ে যাবে।
আকাশে ঘন অন্ধকার নেমে আসবে।
সানবার্ন হয়ে আমাদের ত্বক কাল হয়ে যাবে।
কাগজের এরোপ্লেন আকাশে উড়ে বেড়াবে
অসংশোধিত ধাতু পরস্পরের সাথে জুড়ে যাবে
মাটি চৌচির হয়ে ফেটে যাবে
কংক্রীটের ঘরবাড়ী, ব্রীজ... ধূলোয় পরিণত হবে
প্রত্যেকের কানের পর্দা ফেটে যাবে
কীট পতঙ্গ বিশাল আকার ধারন করবে।
তারা মানুষ ধরে ধরে খাবে।