ইদানীং বাংলা সংবাদপত্র পড়া ছেড়ে দিয়েছি
পড়তে ভালো লাগে না। শুধু কাদা ছোড়াছুড়ি,
নিউজ চ্যানেল দেখাও বন্ধ করে দিয়েছি
ওগুলো এখন ভিউজ চ্যানেল, জ্ঞানের ছড়াছড়ি।


এ দেশ সাংবাদিকতায় অনেক পিছিয়ে রয়েছে
উন্নত দেশ সবেতেই উন্নত... মানসিকতায়, নিষ্ঠায়,
তারা খবরের কাগজের প্রথম কয়েক পাতায়
নেগেটিভ খবর ছাপে না, ছাপে ভিতরের পৃষ্ঠায়।


আর আমাদের দেশে ? সে সব খবর হেড লাইন।
টুুইন টাওয়ার ধ্বংস হলো....  সে তো জবর খবর,
ভয়াবহ শবযাত্রার ছবি কেউ দেখতেই পেল না
সাংবাদিকরা তোলেইনি। কারন নেগেটিভ খবর।


এ দেশে ধর্ষন ও দাঙ্গা... কাগজের আগুন খবর
আগুন ছবি দুর্ঘটনা, খুন-জখম, রমণী স্নানের,
আমাদের রুচি, মানসিকতা তৃতীয় বিশ্বেরই যোগ্য
সংবাদপত্র, সাংবাদিকতা বড্ড নিম্ন মানের।