১৯৩০ সাল। তখন ব্রিটীশ শাসন।
পুলিশ কমিশনার আর গভর্নরের কথোপকথন।


সাতকড়িকে পাওয়া যাচ্ছে না স্যার ....
ঠিক আছে, ঠিক আছে ।
কাউকে কিছু বলার দরকার নাই।
চুপচাপ ওর ভাই পাঁচকড়ি আর ওর বাবা দুকড়িকে
কালকের বোমা মামলায় ফাঁসানো চাই।
পাঁচে দুয়ে সাত হলো তো ....
এমন ভাবে ফাঁসাবে যাতে নিজের পায়ে হেঁটে
সুড়সুড় করে বেটারা সোজা ফাসির মঞ্চে হাজির হয়
আইন তো আমাদের হাতে
কার সাধ্যি আছে ওদের বাঁচায় !


ব্রিটীশ চলে গেছে, বদল এটুকুই...
চেয়ারের মানুষগুলো সাদার জায়গায় এখন কালো।
বাকী বদলায়নি কিছুই।
সেই ট্রাডিশন আজও চলেছে .... একইভাবে।
তবু কেন জানিনা, এখন সবই ভালো।