তুমি কি জানো, এক বছরের মধ্যে
একজন নতুন মানুষ হয়ে উঠা যায় !
বয়সের চাকা থমকে দাঁড়ায় হঠাৎ করে
জড়া, ব্যাধি, মৃত্যু দূরে সড়ে পড়ে।


বয়সের চাকা পিছনদিকেও ঘুরে যায়,
তিরিশ বছর পর্যন্ত.... চেহারায় দীপ্তি আসে
মন হয়ে যায় ফুলের মতোই নরম... সুন্দর
ব্যক্তির দুর্নিবার আকাঙ্খা, দ্বেষ নাশে।


এর একটিই পথ... সাত্বিক জীবন যাপন।
নিরামিষ আহার, যোগ ও মেডিটেশন
ব্যস, তাহলেই একশো প্লাস
সমস্ত রোগের বিনাশ।


কিন্তু বাঙালীর কাছে এ তো অরণ্যে রোদন।
পশুপাখির তাজা মাংস দেখলেই তো... হুঁ
ওগুলো না খেলে... খেয়েই ঠিক তৃপ্তি হয় না।
সাত্বিক আহার, যোগ, মেডিটেশন ! ফুঃ ...