গ্রাম থেকে শহর... সবাই জানে
খালে কাঁকড়া থাকে - সাপও।
একদিন কাঁকড়া ধরতে পুকুরে গেলাম,
কোমরে বাঁধা গামছা হাতে জড়ালাম।
প্রথম খালটা অর্ধেক জলে, অর্ধেক ডাঙ্গায়
একটুখানি হাত ঢোকালাম! টেনে নিলাম!
ঢোকালাম টানলাম। ঢোকালাম টানলাম।
তারপর.... ধীরে ধীরে
গর্ত্তের গভীরে !
রীতিমতো যুদ্ধ !
একটান,
ইস্
কাঁকড়া নয় - সাপও নয়
বাণ।
ডাঙ্গায় মারলাম পাক
এক আছাড়, দু আছাড়... মরে যায় যাক।


গর্ত্ত তো নয
যেন রাজনীতির গহ্বর....
হাত ঢোকালে
কিছু একটা পাওয়া যায়
শুধু জল-খড়িসের পাল্লায় পড়লেই সর্বনাশ
প্রাণে মরতে হয়।