আমার একজন কবি চাই
যে শেখাতে পারে....
কবিতা কিভাবে লিখতে হয় !


কবিতার রকম ভেদ আমি জানি
জানি তার মাত্রা ও ছন্দ
শব্দে শব্দ জুড়ে কবিতাও গড়তে পারি
শুধু পারি না মেশাতে সু..গন্ধ।


কবিতার অ্যানাটমি আমার শেখা
কেটে ছিঁড়ে জোড়া লাগানোর আছে জ্ঞান
যখনই বলবে.... কবিতা বানিয়ে দেব
শুধু দিতেই পারি না তার প্রাণ।


কবিতায় দিতে পারি নারীত্বের ছোঁয়া
কিন্তু পারি না বানাতে তাকে বঙ্গের বধূ
সব যেন দ্যূতিহীন, রুক্ষ্ম আধুনিকা
ঢালতে পারি না বুকে চাক ভাঙ্গা মধু।


কবিতায় রঙ লাগাতেও আমি জানি
জানি বসাতে রঙীন শব্দ-জাল
শুধু পারি না ফোটাতে তাকে মাধবীর মতো
সকালে ধবধবে সাদা, সন্ধ্যায় টুকটুকে লাল।


আমার একজন কবি চাই
যে শেখাতে পারে....
কবিতা কিভাবে লিখতে হয় !