বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ সে প্রশ্নে যাব না।
দুটোর যেটাই হোক....
মানুষের জীবনে অপরিহার্য্য
কোন তর্ক হবে না।
কবিতাও জীবনের সাথী
স্বার্থপর দুনিয়ায় মানুষের সমব্যাথি।
কবিতা বন্ধুর পথের পাথেয়....উদ্দম
দুঃখ ক্লেশ ভূলে থাকার অদ্ভূত মাধ্যম।
কবিতায়.... শান্তির পরশ আছে,
খুশির আবেশ আছে, আছে জীবনের ছন্দ
হারিয়ে যাওয়ার আনন্দ আছে
কখনো বা তা পরমানন্দ....
তাই, কবিতা বিজ্ঞানের চেয়েও দামী
তা লোকে যতই বিজ্ঞানের গলায় মালা পরাক
বিজ্ঞান চলে শুধু বাইরের জগৎ নিয়ে
কবিতা মনের খোরাক।