আমার কবিতা পছন্দ করো না বলে আমি ক্ষুব্ধ নই
আমাকে বাঁকা চোখে দেখ বলে আমি ক্ষুব্ধ নই
আমার প্রাপ্য সম্মান পাই না বলে আমি ক্ষুব্ধ নই
অকারণ তিরস্কৃত হওয়ার জন্যও আমি ক্ষুব্ধ নই।


আমি ক্ষুব্ধ যুদ্ধ দেখে
আমি ক্ষুব্ধ লোভ দেখে
আমি ক্ষুব্ধ দারিদ্র দেখে
আমি ক্ষুব্ধ অবিচার দেখে।