দুটি বাক্য।
'আমি তোমায় পছন্দ করি' ও
'আমি তোমায় ভালোবাসি'
প্রায় একই রকম, কিন্তু ভিন্ন
অর্থে... আকাশ জমীন ফারাক।


ধরো আমি যখন ফুল 'পছন্দ করি'
তখন গাছ থেকে ফুলটাকে পট করে তুলি
আর যখন আমি ফুল 'ভালোবাসি'
ফুলের গাছে নিয়ম করে জল ঢালি।


'পছন্দ' সহজেই মেয়েদের ধর্ষন করতে পারে
কিন্তু 'ভালোবাসা' নয়। তাকে আগলে রাখে।
এই পার্থক্যটা জানা খুব দরকার
কাজে আসে জীবনের ছোট বড় বাঁকে।