ধর্ম পৃথিবীতে তৈরী হয়েছিল শান্তি প্রতিষ্ঠার জন্য
মানুষকে মানুষের ভালোবাসার জন্য
কিন্তু প্রচলিত ধর্মগুলো সবই পথভ্রষ্ট
যুদ্ধ, ঘৃণা, পক্ষপাত, ক্রোধ, বিভাজন, অজ্ঞতা...
এসবের সৃষ্টিতেই ব্যস্ত
ধর্মের ঠিকাদার ও রাজনীতির গাঁটবন্ধনই এর সৃষ্টিকর্তা
এক ধর্ম আজ আর এক ধর্মের শত্রু
কিন্তু এমন তো কথা ছিল না।
তাই আমার ধর্ম যদি অন্য ধর্মকে ঘৃনা করতে শেখায়
আমি তৎক্ষনাৎ আমার ধর্ম ত্যাগ করব.....
পৃথিবীতে একশো পঁচিশ কোটি মানুষ আছে
যাদের কোন প্রচলিত ধর্ম নেই।
তাদের একটাই ধর্ম...... মানবতা
আমি সেই ধর্মে আশ্রয় নেব।