আজকাল অনেকেই মলে বাজার করেন
৯৯, ১৯৯ বা ২৯৯ টাকা দামের জিনিষও কেনেন
তারা কিন্তু এক টাকা ফেরত পান না
কেও ফেরত চানও না, ইজ্জতের প্রশ্ন.....
ধরে নিই, একটি মলে ঐ দামের জিনিষ
সারা দিনে এক হাজারটা বিক্রি হয়
অর্থাৎ মলের অতিরিক্ত লাভ ১০০০ টাকা
এক মাসের লাভের অঙ্ক ৩০,০০০ টাকা
এক বছরের অতিরিক্ত আয় ৩,৬০,০০০ টাকা
যদি সারা দেশে ঐ মলের ১০০টি শাখা থাকে
তার মোট আয় দাঁড়ায় ৩,৬০,০০,০০০ টাকা
ঐ টাকায় কোন ট্যাক্স দিতেও হয় না
কারণ রসিদে ঐ টাকার কোন উল্লেখ থাকে না।


এবার ভাবুন তো, এক টাকার প্যাঁচটা কেন ?