পাঁচ ওয়াক্ত নমাজ পড়লেই ধার্মিক হওয়া যায় না
কিন্তু মুসলমান হওয়া যায়
গায়ে নামাবলি জড়ালেই কেউ পন্ডিত্য পায় না
তবে পুরোহিত হওয়া যায়
ধর্ম নয়, কর্মই মানুষের উত্তরণের পথ
ঈশ্বর তো অন্তরে, শরীর তো তার রথ
মন্দির, মসজিদ, গীর্জায় গেলেই সে ভালো মানুষ
তার কোন মানে নেই
পৃথিবীতে বহু ভালো মানুষ আছে
যারা জীবনে কখনো মন্দির-মসজিদে যায নি
আবার খারাপ মানুষেরও কিছু কমতি নেই
যারা মন্দিরে, মসজিদে অঢেল অর্থ সাহায্য করে
পুরানো চিন্তধারা আজকাল বদলে গেছে
এখন আধ্যাত্মিক চিন্তা আর ধর্মীয় চিন্তা
দুটো সম্পূর্ণ আলাদা জিনিষ।
ধর্ম এখন আর সৎ কর্মের কথা বলে না...
ভয় দেখিয়ে নিজের মনোমত কাজ করায়।