(১)  উপহার


পদ্মা পারের শীতল বাতাস
দিল্লীর শোবার ঘরের পাখায় এনে রেখেছি
জন্মভূমির দেওয়া অমূল্য উপহার।


(২)  বর্ষা


বর্ষার কোলকাতায় আমি
এক বুক জল, রাস্তা পার হচ্ছি ভয়ে ভয়ে
বাঁ হাতে চপ্পল, ডান হাতে লাঠি।
      
(৩)  হাওয়া


দমকা হাওয়ার মতো বয়ে চলেছ
জীবনে অনেক প্রদীপ তো অকালে নিভালে
একটা জ্বালিয়ে দেখাও দেখি।


(৪)  খিদে


খিদে পেটে ও পেটের তলায়
এই খিদেই সংসার ও সৃষ্টির মূল রহস্য
কুকাজ করানোরও গুরু।


(৫)  দূর্দশা


আজ রাজনীতির বড় দূর্দশা
ঘরে ঘরে ক্ষুদিরাম ভগৎ সিং-এর প্রয়োজন
কিন্তু আমার ঘরে নয়।