একটা গরীব আরও পাঁচটা গরীব তৈরী করে
এটা তার সাংবিধানিক অধিকার
দায়-দায়িত্ব সমাজের। সরকারের।


আয়করের টাকায় চলে ফুড ফর ওয়ার্ক, মনরেগা
'দুটির বেশি নয়'... দেওয়ালেই লেখা থাকে।
নেতার মুখে কুলুপ। আমলার পেন স্তব্ধ।


গরীব তৈরীর কারখানা গড়গড় করে চলে।
সেখানে কোন ধর্মঘট নেই। লক আউট নেই।
নেই কোন লে-অফ, ছাঁটাই বা লাল ঝান্ডা।