আমি আদার ব্যাপারী কিন্তু জাহাজের খবর রাখি
খবর রাখি জাহাজ শিল্পেরও
আর রাখবই না বা কেন ?
আমার দেশ তো ব-দ্বীপ
তিন দিকে জল, উত্তরে হিমালয়
উন্নতিশীল ভারতের পণ্য রপ্তানীর
প্রধান পথই তো হলো জলপথ
জাহাজই হলো কম খরচে পণ্য পাঠানোর
উপযুক্ত পরিবহন
আরবের তেল আমদানিরও ভরসা
তাই জাহাজ শিল্পের উন্নতি অবশ্য প্রয়োজন
শুধু মালবাহী জাহাজই নয় ...
যুদ্ধ জাহাজও ।


ভারতের প্রতিবেশি দেশগুলোর অর্থনীতি
এক একটির এক এক রকম
কারো অর্থনীতি মজবুত,
কেউ উন্নতিশীল
কেউ থমকে দাঁড়িয়ে আছে
কেউ নিম্নগামী
কারো বা অর্থনীতি ভেঙে চুরমার
যে কোন মুহুর্ত্তে এই মহাদেশে
প্রলয় ঘটতে পারে
তার জন্য প্রস্তুতি চাই ...
চাই যুদ্ধ জাহাজ,
জাহাজ শিল্পের বিস্তার
জাহাজ-নির্মান শিক্ষার বিশেষ কলেজ ।


আমি ভূল বললাম নাকি !
যদি সন্দেহ হয়
বিশ্বের মানচিত্রে ভারতের দিকে একবার তাকাও
দেখলে বুঝবে ....
আমি একটু আধটু জাহাজের খবর রাখি।