নিউটনের Third Law পড়েছ ?
For every action, there is an
equal and opposite reaction
শুধু বিজ্ঞান নয়....সর্বত্র প্রজোয্য
জীবনের ক্ষেত্রেও......
বাংলায় আমরা সচরাচর বলে থাকি
যেমন কর্ম তেমনই ফল,
যেমন দেখাবে তেমনই দেখবে
একই জিনিষ
যদি বিশ্বাস না হয়
আয়নার সামনে দাঁড়াও
নিজেকে দেখো, বলো....
রে মন !
আমার জীবনের balance sheet-টা
একটু দেখা তো ?
দেখে নিও ভাল-মন্দ, পাপ-পূণ্য,
লেন-দেন এর হিসাবটা
দেখে নিও তোমার আলসেমি, বোকামি
ভূল সিদ্ধান্ত নেওয়ার দিনগুলি
আর তোমার Minus Point-গুলো
একটা একটা করে
দেখবে..... হিসেব মিলে যাবে
সুখ-দুঃখ, শান্তি-অশান্তির কারণ পেয়ে যাবে
তুমিও বলবে......
জীবনের ক্ষেত্রেও নিউটনের Third Law প্রজোয্য।