কয়েকটি বিশেষ দেশ ছাড়া
বিশ্বের সব দেশেরই প্রতিরক্ষা ব্যবস্থা আছে
তার জন্য ব্যয় হয় কোটি কোটি টাকা
আমাদের দেশেও আছে
বাজেটের একটা বিরাট অংশ
ব্যয় হয় সামরিক সরঞ্জাম কিনতে
কেনা হয় উন্নত দেশগুলি থেকে
ওদের চাকরি-বাকরি ঠাট-বাট সবই চলে
এই অস্ত্রের ব্যবসা থেকে।


বিশাল মুনাফার এই ব্যবসা
কোকা কোলার মতো
পঁচিশ পয়সার মাল দশ টাকায় বিক্রি
লাভের একটা বিরাট অংশ
ওরা খরচ করে
বিভিন্ন দেশে যুদ্ধ বাধিয়ে রাখতে
অস্ত্র বিক্রি বাড়াতে
আর বিদেশের মাটিতে
নিজেদের অস্ত্রের সফল পরীক্ষা করতে।


পয়সা না থাকলে ওরা ধারও পাইয়ে দেয়
ওয়ার্ল্ড ব্যাংক, আই.এম.এফ থেকে
তার জন্য সুদ দিতে হয়
ওখানেও ওদেরই টাকা গচ্ছিত আছে
শর্ত থাকে ... ধারের টাকায় অস্ত্রই কিনতে হবে
অন্ন, বস্ত্র, বাসস্থানের জন্য খরচ নয়
ওরা গাছেরও খায়, তলারও কুড়ায়।


দেশের কর্ণধারেরাও তাই-ই চায়
পনের কুড়ি শতাংশ কমিশন তাদের বাঁধা
চলে যায় তাদের বিদেশি ব্যাঙ্কের অ্যাকাউন্টে
বাইরে বাইরেই, দেশের মানুষ টেরই পায় না
দেশে অস্ত্র তৈরীর চেষ্টা ভাষনেই রয়ে যায়
কারখানা হলে ...
বেকার সমস্যা থাকবে না যে
নেতারা রুটির টুকরো ফেলবে কোথায় ?


ওটাই তো দেশ শাসনের প্রধান অস্ত্র।