তবু বলতে হয়... যুগের হাওয়া বদলেছে
এক এক করে দেশি কোম্পানিগুলো
বিদেশি কোম্পানীর সাথে
গাঁটছড়া বেঁধেছে
যেন দেশি বর ... আর বিদেশি বউ
কোন মেয়ে আমেরিকার, তো কারো বাড়ী জার্মানী
কেউ এসেছে ফ্রান্স থেকে, তো কারো বউ জাপানী
কত দিন ঘর করবে কে জানে!
সারা জীবনের বন্ধন
নাকি দুদিন লহর লুটে তারপর ফুড়ুৎ !


তবু বলতে হয় ... শিল্পে জোয়ার এসেছে
অর্থনীতি প্রাণ ফিরে পেয়েছে
টেকনোলজি জোয়ান হয়েছে
একদা বিশ্বসেরা আমাদের যে জাহাজ শিল্প
টেকনোলজিতে পরিবর্তন আনতে পারেনি
সটান লাফ দিয়ে
'কাঠ' থেকে 'স্টীল'-এ যেতে পারেনি
মুখ থুবড়ে পড়েছিল
সেই শিল্প আজ নিউক্লিয়ার সাবমেরিন তৈরী করছে
এয়ারক্রাফ্ট ক্যারিয়ার বানাচ্ছে।


একি কম বড় কথা ...
বিদেশি বউ না থাকলে হতো ?