ঈশ্বর বলে কিছু নেই
ওটা তোমাদের ভুল ধারনা
শুধু একটা শক্তি আছে
তোমরা কোনটা মানো ?
ঈশ্বরের কাল্পনিক মূর্ত্তি
তার পূজা, অর্চ্চনা
নাকি মহাজাগতিক শক্তি ?


ধর্ম শক্তির শত্রু
শক্তিকে গলা টিপে হত্যা করে
ধর্মের নামে তোমরা অর্থ দাও
ধর্মের কাছে মাথা নোয়াও
কিন্তু ধর্ম কি করে ?
তোমাদের শৃঙ্খলিত করে
তোমাদের লাগাম পরিয়ে দেয়।


কিন্তু শক্তি মুক্ত
শক্তি সর্বত্র বিরাজমান
শক্তি সকলের কাছে সমানভাবে ধরা দেয়
শক্তিকে বোঝার জন্য শিক্ষার প্রয়োজন নেই
আরাধনার প্রয়োজন নেই
প্রার্থনার প্রয়োজন নেই
শক্তি বাতাসের মত বন্য।


শক্তি পুরুষের মধ্যে আছে
শক্তি প্রকৃতির মধ্যে আছে
শক্তি তোমার মধ্যেও আছে
শক্তি আছে ঝরণায়, মাধ্যাকর্ষণে
ভূগর্ভে, সূর্যকিরণে, বাতাসে, বীজে
শক্তি ঈশ্বরের মতো কাল্পনিক নয়
শক্তি বাস্তব, চোখে দেখা যায়।