আমার একটা ছেলে আছে
বংশে বাতি দেবার জন্য
কিন্তু কার বংশ তা জানি না ....


তিন পুরুষের নাম জানি
বড় জোর সাত পুরুষের নাম যোগাড় হবে
তার ঊর্দ্ধে নয়।


শুনেছি সেন বংশের প্রতিষ্ঠাতা আদিশূর
কণৌজ থেকে পঞ্চগোত্রের পাঁচ ব্রাহ্মণ এনেছিলেন
একজন ছিলেন বাৎস্য গোত্রের ।


আমি সান্যাল …. বাৎস্য গোত্র
হয়ত বা তারই বংশধর
কিন্তু কি তার নাম, কি তার পিতৃ পরিচয় ?


যখন পরপর দুটো মেয়ে হলো
আমি বললাম এখানেই ইতি ….
আর নয়।


সবাই হাঁ হাঁ করে উঠল
বংশে বাতি দেবে কে ? বিশেষ করে মা !
কিন্তু মা নিজেও জানে না বংশটা কার ?