১৯৪৭ সাল
বুড়ো খোকারা বাংলা ভেঙে দু'টুকরো করল
পশ্চিম প্রান্ত রইলো ভারতে
পূব দিক হলো পূর্ব পাকিস্তান
৩৪ টা নদীর খানিকটা রইলো এদেশে
আর খানিকটা গেল ওদেশে
নদীতে পড়লো লম্বা রশি
এপার থেকে ওপার
যার নাম ভারত-পাক সীমারেখা
স্টীমার, লঞ্চ, জাহাজ সব থমকে দাঁড়ালো
কথা হলো .....
এদিকের জলযান ওদিকে যাবে না
ওদিকের জলযান এদিকে আসবে না।


৭১-এ পূর্ব পাকিস্তান স্বতন্ত্র হলো
নাম পেলো বাংলাদেশ
এলো স্বতন্ত্র সরকার
কিন্তু নিয়মের বদল হলো না
পদ্মা মেঘনার বুক দিয়ে অনেক জল গড়ালো
এলো ২০১৬
দু দেশে আবার কথা হলো ... সময়ের প্রয়োজনে
এবার ঠিক হলো
থমকে দাঁড়ানো জলযান গুলো আবার চলবে
ভারতের নৌকা, লঞ্চ, জাহাজ সটান চলে যাবে
বাংলাদেশের ভিতর .....
সব ঠিকঠাক, শুধু সই-সাবুদ বাকী
চুক্তির নাম 'নদী ২০১৬'।