আকাশে উড়ছে থমসন এয়ারওয়েজের একটি বিমান
আসছে তুর্কি থকে ব্রিটেন
এক্সিকিউটিভ সিটে  বসা এক সুন্দরী যুবতী
বয়স ২৭, ব্রিটীশ-মুসলিম
মারমারিস থেকে হনিমুন সেরে বাড়ি ফিরছে
হঠাৎ এক কেবিন ক্রু'র নজরে পড়ল
মেয়েটি মনযোগ সহকারে একটি বই পড়ছে
সিরিয়া স্পীকস: আর্ট অ্যান্ড কালচার
ফ্রম দি ফ্রন্ট লাইন
মালু হালাসা'র পুরস্কার প্রাপ্ত বই
সিরিয়ার নামী লেখকদের প্রবন্ধ, ছোটগল্প,
কবিতা ও গানের সংকলন
বিখ্যাত শিল্পীদের কার্টুন ও ছবিতে সমৃদ্ধ।


খবর চলে গেল ডনকাস্টার এয়ারপোর্টে
নামতেই সাউথ ইয়র্কশায়ার পুলিশ
মেয়েটিকে আটক করল
তারপর শুরু হলো জিজ্ঞাসাবাদ
মেয়েটি বললো... আমি একজন মনোচিকিৎসক
যেসব অল্পবয়স্ক ছেলেমেয়ে
উগ্র চিন্তা ভাবনার শিকার
তাদের সুস্থ মানসিকতায় ফিরিয়ে আনতে
আমি নিরলস পরিশ্রম করি।


পুলিশ বললো...  বিশ্বাস করি না
তুমি মুসলমান
পৃথিবীতে এত জায়গা থাকতে
হনিমুনের জন্য বেছে নিয়েছ 'তুর্কি'কে
হাতে রয়েছে সিরিয়া স্পীকস ....
তার পরেও বলছো তোমাকে বিশ্বাস করতে হবে ?
নো ..... নো.....  নেভার
তোমরা বিশ্বাস হারিয়েছ।